রাজধানীর ভাটারায় আমার প্রত্যয় ফাউন্ডেশনের সচেতনতামূলক কর্মসূচি
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ রাজধানীর ভাটারায় আমার প্রত্যয় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক মেশানো পানি স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করে।
আমার প্রত্যয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনির হোসেন বলেন,মানুষকে আমরা সচেতন করছি যাতে তারা ঘরে অবস্থান করে এবং মানুষকে উচিত ঘরে থাকা কিন্তু আমাদের দেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা শুনছে না, তাই সাধারণ মানুষের উচিত নিজের নিরাপত্তার স্বার্থে বাসায় অবস্থান করা,স্বাস্থ্যবিধি মেনে চলা।
তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের ধারাবাহিক সচেতনতা কর্মসূচি চলবে।
এসম উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আল শাহরিয়ার ইরফান, শাহনাজ রুপা,নাফিজ শেখ, মোহাইমিন, জাকিবুল ইসলাম, ইমরান হোসেন, আলমগীর হোসেন