মিটফোর্ডে র্যাবের অভিযান: ৫ কোটি টাকার নকল ঔষধ জব্দ
দুরন্ত ডেস্ক: রাজধানীর মিটফোর্ড এলাকার ঢাকা মেডিসিন মার্কেটের ৮টি গোডাউনে অভিযান চালিয়েছে র্যাব। এসময়, নকল ঔষধ মজুদ ও সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে গোডাউনগুলো সিলগালা করে ৫ কোটি টাকার ঔষধ ও নিম্ন মানের মাস্ক জব্দ করা হয়।
গত সোমবার ঢাকা মেডিসিন মার্কেটের ৫ম তলায় নকল ঔষধ মজুদ ও নিম্ন মানের মাস্ক সরবরাহের অভিযোগে দু’টি গোডাউন সিলগালা করে দেয়া হয়। খবর পাওয়া যায়, তালা ভেঙ্গে ঐ গোডাউনগুলো থেকে মালামাল সরিয়ে ফেলা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আবারো বুধবার (১১ মার্চ) মধ্যরাতে এখানে অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব। এসময় বাবুল নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে ঠিক এইভাবেই মজুদ করা হতো নামী দাবি বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ। যার বেশির ভাগই নকল, নিম্নমানের ও আমদানি নিষিদ্ধ। এই ঔষধগুলো সেবন করলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানায় ঔষধ প্রশাসন ।
এই মার্কেটের আট গোডাউন মালিক পলাতক আছেন। তাদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব।