মিরপুরের ঝুটপট্টিতে আগুন
দুরন্ত ডেস্ক: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার ঝুটপট্টির গোডাউনে আগুন লেগেছে। আজ শনিবার (১৪মার্চ ) বেলা ১টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এর আগে গত বুধবার (১১ মার্চ) রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই শর বেশি ঘর পুড়ে যায়।