Main SliderSecondary Sliderবিশ্বশিক্ষা ও শিক্ষাঙ্গন

চীনের স্কুলে ছুরি হামলায় আহত ৪০

দুরন্ত ডেস্ক: চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলায় শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। হামলাকারী ওই স্কুলের কর্মচারী বলে জানা গেছে। সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণ চীনের সায়ত্ত্বশাসিত গুয়ানশি অঞ্চলের সুঝৌ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় ওই ব্যক্তি। গ্লোবাল টাইমস টুইটারে এ খবর জানিয়েছে।

চীনা নিউজ পোর্টাল দ্য পেপার জানিয়েছে, হামলাকারীর বয়স ৫০ বছর। তিনি ওই স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন।

পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে। হামলায় স্কুলের প্রধানশিক্ষকসহ একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানা গেছে।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে ব্যান্ডেজ করা শিশুদের দেখা যায়। আবার কয়েকটি শিশুকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে উৎকণ্ঠা নিয়ে স্বজনদের জমায়েত দেখা যায়।

চীনে এ ধরনের হামলা আগেও হয়েছে।