ব্রাজিলে করোনায় আরও ১৩৪৯ জনের মৃত্যু
দুরন্ত ডেস্ক: ব্রাজিলে বুধবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৩৪৯ জন প্রাণ হারিয়েছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে ল্যাটিন আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
খবরে বলা হয়, এনিয়ে ব্রাজিলে সরকারি হিসাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩২ হাজার ৫৪৮ জনে দাঁড়ালো। এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি এখন বিশ্বে চতুর্থ সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রিটেন ও তৃতীয় স্থানে রয়েছে ইতালি।
এদিকে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৮৪ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। ফলে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এদিক থেকে যুক্তরাষ্ট্র রয়েছে সর্বোচ্চ অবস্থানে । ব্রাজিল মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নতুন কেন্দ্রে পরিণত হয়েছে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে। সূত্র: এএফপি