বিমান বাংলাদেশকে ১ কোটি টাকা জরিমানা করলো সৌদি
দুরন্ত ডেস্ক: স্বাস্থ্যবিধি অনুযায়ী উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব সরকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি টাকা (১ সৌদি রিয়াল=২২.৬১ টাকা হিসাবে)। জরিমানার ঘটনা তদন্তে গত শনিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান।
বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়, ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস ( এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে তিন সদস্যের এই তদন্ত কমিটিকে ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।