সাহেদকে নিয়ে উত্তরায় অভিযানে র্যাব
দুরন্ত ডেস্ক: গ্রেফতারকৃত ব্যবসায়ী রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে নিয়ে রাজধানীর উত্তরার একটি বাড়িতে অভিযান শুরু করেছে র্যাব। বুধবার সকালে ১২ টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির ৪(এ) নম্বর ফ্ল্যাটে র্যাবের অভিযান শুরু হয়।
এর আগে, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। সকাল ৯টার দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয় এবং র্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার এই ভবনে অভিযান চালানো হচ্ছে বলে র্যাব সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা টেস্টের অভিযোগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম অভিযান পরিচালনা করার পর থেকে সাহেদ করিম পলাতক ছিলেন।
র্যাব অভিযান চালিয়ে ভুয়া করোনা টেস্ট রিপোর্ট প্রদান ও হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগে রিজেন্ট হাসপাতাল উত্তরা ও মিরপুর শাখা দুইটি সিলগালা করে দেয়। সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে সারা দেশে মোট ৬০টি প্রতারণার মামলা রয়েছে।