উত্তরা থেকে ট্যাঙ্কের উপর লাফানো হাসানুল হক ইনু গ্রেফতার
দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভির সম্প্রচার বন্ধের মূল হোতা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার হয়েছেন। তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার বিকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার ফারুক হোসেন। তিনি জানান, ইনুকে ইতোমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা দায়ের হয়। মামলা নং ০৪। হাসানুল হক ইনু সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা। এ জোটের অপর সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন।