উচ্চ তাপমাত্রায়ও ছড়াতে পারে করোনা ভাইরাস
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেক বিজ্ঞানী এমন ধারণা করেছিলেন ‘উচ্চ তাপমাত্রায় করোনা ভাইরাসের ঝুঁকি কম’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, সামনের গ্রীষ্মের গরমে করোনা ভাইরাস থাকবে না। তবে এই যুক্তি উড়িয়ে দিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা।
করোনা ভাইরাসের বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের মহাপরিচালক বালরাম ভারগাভা দাবি করেন, তাপমাত্রার পরিবর্তনে করোনা ভাইরাসের তেমন কোন প্রভাব পড়বে না। করোনা ভাইরাস শুধু কম তাপমাত্রায় ছড়ায় এই দাবিও নাকোচ করে দিয়েছেন বালরাম ভারগাভা।
এ বিষয়ে বালরাম ভারগাভা বলেন, করোনা ভাইরাস বাতাসে নয় বরং মানুষের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। সুতরাং এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির কোন সম্পর্ক নেই। এ নিয়ে ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের পরিচালক রনদিপ গুলেরিয়া বলেন, বাতাসের আদ্রতা ভাইরাস জন্মানোর কাজে সহায়তা করে। তাপমাত্রা বাড়লেই যে এই ভাইরাস শেষ হয়ে যাবে এটি সত্য নয়।
এদিকে বিশেষজ্ঞরা দাবি করছেন, নোভেল করোনা ভাইরাস নতুন হওয়ায় এ নিয়ে কোন কিছু আন্দাজ করা কঠিন বলেই এমন তথ্যের বিভ্রাট হচ্ছে।
বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনা ভাইরাসে এখন পর্যন্ত পুরো বিশ্বজুড়ে এক লাখ ১৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো বিশ্বে মারা গেছেন ৪ হাজার২শ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে। ইন্ডিয়া টাইমস।