বাকেরগঞ্জে করোনা মৃত যুবকের লাশ দাফন করল ছাত্রলীগ
সংবাদদাতা, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক যুবকের লাশ দাফন করেছে দাঁড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা ৷ উত্তমপুর গ্রামে মঙ্গলবার রাতে এই লাশ দাফন করা হয়।
জানা গেছে, গ্রামের আহমেদ হালাদারের পুত্র মামুন হাওলাদার (৩০) করোনা ভাইরাস সংক্রমণে নারায়নগঞ্জে মারা যান। তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে ভয়ে এলাকার কেউ লাশের কাছে আসতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশনায় দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদার একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করে মৃত ব্যক্তিকে দাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন ৷
এ ব্যাপারে রিয়াজ হাওলাদার বলেন, এ রকম কঠিন পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষে নিরলস কাজ করে যাব ৷
দাঁড়িয়াল ইউনিয়নর চেয়ারম্যান এম এ জব্বার বাবুল জানান, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় লাশ দাফনের সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি ৷