করোনা: চীনে ছয় দিন ধরে কোনও প্রাণহানি নেই
দুরন্ত ডেস্ক: চীনে গত ছয় দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চীনের কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ২০ জন কম। এছাড়া চীনে বাইরের দেশ থেকে আসা মানুষের মধ্যে ছয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। এটিও আগের দিনের চেয়ে ১৭ জন কম। এছাড়া চীনে উপসর্গহীন করোনায় আক্রান্ত ২৭ জন পাওয়া গেছে। যা আগের দিন ছিল ৪২ জন।
চীনের এমন মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কম হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। চীন থেকে উৎপত্তি হলেও বিশ্বের ১৮৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন।