Main SliderSecondary Sliderজাতীয়

চলে গেলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

দুরন্ত ডেস্ক: প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী রাজধানী ঢাকার এ্যালিফেন্ট রোডের বাসায় ইন্তেকাল করেছেন।

জানা যায়, সোমবার রাত ২টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। এরপর ভোর ৪টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হলেও ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানা যায়।

অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী (১৫ নভেম্বর ১৯৪২ – ২৮ এপ্রিল ২০২০) ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা।

তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল।