করোনা মহামারি শেষ হতে দীর্ঘ সময় লাগবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাস মহামারি শেষ হতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, আমাদের অনেক দীর্ঘ পথ পারি দিতে হবে এবং অনেক কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ঘেব্রেইয়েসাস করোনায় শিশুদের আক্রান্তের বিষয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, শিশুরা করোনায় আক্রান্ত হয়ে হয়তো কম মারা যাচ্ছে কিন্তু ভাইরাসটির কারণে তাদের শরীরে অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এসময় দরিদ্র দেশগুলোতে করোনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৫ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৬৫৮ জন।