Secondary Sliderসারাবাংলা

১৫০ রিকশাচালকের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় ১৫০ জন রিকশাচালকের মাঝে নগদ অর্থ, রান্না খাবার এবং চিপস্ বিতরণ করে সুকর্মা ফাউন্ডেশন বাংলাদেশ, হলি ফ্যামিলি ডিবেট ক্লাব এবং জিকিউ গ্রুপ।

রবিবার (১০ মে) বিকেলে হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় নগদ অর্থ, রান্না খাবার এবং চিপস্ বিতরণ করা হয়। রিকশাচালদের প্রতিজনকে নগদ ১০০০ টাকা, রান্না খাবার এবং চিপস্ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সুকর্মা ফাউন্ডেশন বাংলাদেশের কো-ফাউন্ডার এবং হেড অফ অপারেশন শেখ সুহানা, মিডিয়া এবং কমিউনিকেশন ডিরেক্টর শেখ সৈকত, ম্যানেজার অপারেশন মো. মুহসিন, ম্যানেজার অপারেশন জোবায়ের হোসেন এবং ফিল্ড কো অর্ডিনেটর ফাইজুন নাহার। এছাড়া দিস ইজ শি’র ক্যাম্পেইন সুপারভাইজর জুহাবুল, ক্যাম্পেইন কনসাল্টেন্ট শাদাত, ভলেন্টিয়ার মো. বারী এবং মো. শামসু উপস্থিত ছিলেন ।