করোনায় আক্রান্ত ছয় হাজার পুলিশ, মৃত্যু ১৯
দুরন্ত ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে পাঁচ হাজার ৯৯৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটা শনিবার পর্যন্ত আক্রান্ত হওয়ার সংখ্যা।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান জানান, আক্রান্ত সদস্যদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেরই রয়েছে এক হাজার ৮০৯ জন।
তিনি আরো জানান, শনিবার সকাল পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য ও আইন প্রয়োগকারী সংস্থার এক বেসামরিক সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বলেন, আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত দুই হাজার ৪৪৫ জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন।
তিনি আরো জানান, মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে এক হাজার ৯৯৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ছয় হাজার ৭২৩ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ স্টেশনে যোগদান করেছেন।
এদিকে দেশে শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৮৪৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।
খবর: ইউএনবি