জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা: ‘ইয়েস কার্ড’ পেলো আহমাদ গনী ও রাসেল উদ্দিন
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ চট্টগ্রাম জোন’র অডিশনে ‘ইয়েস কার্ড’ পেয়েছে আহমাদ গনী ও রাসেল উদ্দিন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বহদ্দর হাট ক্বিরাতুল কুরআন মর্ডান মাদ্রাসায় এ অডিশনের আয়োজন করা হয়।
অডিশনে বিচারকের দায়িত্বে ছিলেন, ক্বারী মাওলানা মো শফিউল্লাহ ও ক্বারী আশিক মুস্তাভী।
উল্লেখ্য, সাওতুল কোরআন পুরো রমজান মাসজুড়ে এস.এ টিভিতে সম্প্রচার করা হবে। জাতীয় অনুষ্ঠানে প্রধান ইসলামিক আইকন হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। প্রধান বিচারক হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।
দুরন্ত খবর/