নোয়াখালী জোন থেকে সাওতুল কোরআন-এর ইয়েস কার্ড পেলো ২ জন

 

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২১, সিজন-৬ এর নোয়াখালী জোন এর অডিশন অনুষ্ঠিত হলো। ১৪ ফেব্রুয়ারী রবিবার নোয়াখালী, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। বিচারকদ্বয়ের সূক্ষ বিচার বিশ্লেষনের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ দুই প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতিয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। বিজয়ীরা হলো ক্বারী ইমরান হোসেন ও হাফেজ জাহিদ। অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন ক্বারী মাওলানা মোঃ মহিউদ্দিন ও ক্বারী আশিক মুস্তাভী।

অনুষ্ঠানে প্রধন ইসলামিক আইকন হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শায়খ আহমাদুল্লাহ এবং প্রধান বিচারক হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্চাপ্রর করা হবে।
জাতীয় পর্যায়ে চ‚ড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চ‚ড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্তনা পুরস্কার।

Spread the love