ওআরডিবি ঢাবির সভাপতি আশিক, সম্পাদক আইভি
ঢাবি প্রতিবেদক: আগামী এক বছরের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা সংগঠন ‘অর্গানাইজেশন ফর রুট ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (ওআরডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক অমি, সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের আইভি আক্তার।
অনলাইনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার জুনাইদ হুসেইন খান। নির্বাচনে ৫ টি পদে দুটি প্যানেল এবং স্বতন্ত্রভাবে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসির আরাফাত প্লাবন,
সহ-সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের আব্দুল আউয়াল আবির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হিউম্যানট্রিয়ান ও ইনক্লুসিভ লিডারশীপ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে রুটের দিকে ধাবিত করে দেশের প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হয়ে বিভিন্নরকম কর্মসূচী পালন করে যাচ্ছে সংগঠনটি।