অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ১৭৫ বাংলাদেশি
দুরন্ত ডেস্ক: সোমবার (১৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটে বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন। সোমবার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এসব বাংলাদেশি নাগরিক সিঙ্গাপুর এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরবেন। ফ্লাইটটি সিঙ্গাপুর হয়ে ঢাকা আসবে।
ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এ বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে। এর আগে গত ৯ মে অস্ট্রেলিয়া থেকে ১৫৭ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।