পুরনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
দুরন্ত ডেস্ক: ফেসবুকের টাইমলাইনে তিন মাসের বেশি পুরনো খবর শেয়ার দিতে গেলেই সতর্ক করবে তারা। তবে ফেসবুক নিউজ পোস্ট করা আটকাবে না।
পুরনো খবর শেয়ার দিতে গেলে দুটি ধাপ পার হতে হবে। অর্থাৎ ফেসবুকে নিউজ পোস্টদাতাকে জানাতে হবে তিনি যে পোস্টটি শেয়ার দিতে যাচ্ছেন, তা কমপক্ষে ৯০ দিনের পুরনো।
ফেসবুক কর্তৃপক্ষ আশা করছে, মানুষকে পুরনো খবর সম্পর্কে জানিয়ে দিলে তারা অন্তত ফেসবুকে পুরনো খবর শেয়ার বন্ধ করবেন।