একাদশ বর্ষে পা রাখলো বাংলানিউজ
দুরন্ত ডেস্ক: ১০ পেরিয়ে পথচলার ১১তম বর্ষে পা রাখলো দেশের অন্যতম অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউসের বাংলানিউজ কার্যালয়ে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
করোনাকালে অনাড়ম্বর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোরের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম (বিগ ম্যাক) এবং বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার প্রমুখ।