লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান
দুরন্ত ডেস্ক: নতুন ধরণের লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। সোমবার আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এদিন সকালে জেনারেল সালামি আইআরজিসি’র হেলিকপ্টার পরিচালনা বিষয়ক ঘাঁটি ‘ফাতহ’ পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন সামরিক সাফল্যের পাশাপাশি লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।
আইআরজিসি’র প্রধান বলেন, আইআরজিসি’র পদাতিক ইউনিটের অধীনে পরিচালিত হেলিকপ্টার বিভাগ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষকরে তারা এখন হেলিকপ্টারে যন্ত্রাংশ তৈরি এবং হেলিকপ্টার আধুনিকায়নে স্বনির্ভর।
হেলিকপ্টারের যন্ত্রাংশ ও হেলিকপ্টার আধুনিকায়নের সব কিছুই ইরানি বিশেষজ্ঞদের মাধ্যমে হচ্ছে বলে জানান তিনি।