সাওতুল কোরআন-এ ঢাকা থেকে ইয়েস কার্ড পেলো ১২ কিশোর ক্বারী

জাতীয়  ক্বিরাত ও হাদিস বিষয়ক রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২১, সিজন-৬ এর ঢাকা বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হলো ২৮ ফেব্রুয়ারী। ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। ঢাকা বিভাগের প্রায় ২শ’ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। এদের ভিতর থেকে বিচারকদ্বয়ের সূক্ষ বিচারে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ১২জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদান করা হয়। এরা জাতিয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিজয়ীরা হলো সাবাহ মুহতাদী আবিদ, আবু তালহা আফিফ, আহমেদ যুবায়ের, মোঃ আব্দুর রহমান, আব্দুলাহ মাসউদ, মুমিনুল ইসলাম, মোহাম্মদ ওসমান ছিদ্দিকী, মাহমুদুল হাসান রিদওয়ান, মোঃ আতিকুর রহমান, রাশিদুল ইসলাম, ফায়জান আল আশরাফি, আব্দুল্লাহ আল জাওয়াদ।


বাছাই পর্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি শায়েখ ক্বারী আবুল হোসাইন। বিশেষ বিচারক হিসেবে ছিলেন এটিএন বাংলার প্রধান ক্বারী একে এম ফিরোজ ও ক্বারী হাবিবুর রহমান মিশকাত।
মূল অনুষ্ঠানে প্রধান ইসলামিক আইকন হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শায়খ আহমাদুল্লাহ এবং প্রধান বিচারক হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে স¤প্রচারিত হবে।
জাতীয় পর্যায়ে চ‚ড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চ‚ড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্তনা পুরস্কার।

 

Spread the love