সাওতুল কোরআন-এ ঢাকা থেকে ইয়েস কার্ড পেলো ১৫ কিশোর ক্বারী|
জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২২, সিজন-৭ এর ঢাকা বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হলো ২২ জানুয়ারী শনিবার। ইসলামিক ফাউন্ডেশন অডিটরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নেয়। এদের ভিতর থেকে বিচারকদ্বয়ের সূক্ষ বিচারে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ১৫জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদান করা হয়। এরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিজয়ীরা হলো আব্দুল্লাহ মাসউদ, নজরুল ইসলাম আকিব, ওয়ালীউল্লাহ মোখতার, রবিউল ইসলাম, মো: আব্দুর রহমান, নাঈম হাসনাত, জহিরুল ইসলাম, ফাতিন মাহতাব আবীর, আব্দুল করিম, মোহতাছিম বিল্লাহ, জোবায়ের আহমাদ, আহসানুজ্জামান, অর্ণব ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জায়েদ বিন নেছারী।
বাছাই পর্বে বিচারকের দায়ীত্ব পালন করেন ক্বারী শায়েখ ক্বারী আবু সালেহ মো: মুসা ও ক্বারী হাবিবুর রহমান মিশকাত।
জাতীয় পর্যায়ে চ‚ড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চ‚ড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্তনা পুরস্কার।
প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫:১০টায় এস.এ টিভিতে স¤প্রচারিত হবে।