আমানসিম সাওতুল কোরআন ২০২৩ এ ঢাকা যাত্রাবাড়ী অঞ্চলে ইয়েস কার্ড পেলো ৬ হাফেজ
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৩, সিজন-৮ এর ঢাকা যাত্রাবাড়ী অঞ্চলের অডিশন সম্পন্ন । ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার জুরাইন কেন্দ্রিয় জামে মসজিদে সর্বশেষ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষনে সেরা ৬জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। বিজয়ীরা হলো হাফেজ রায়হান তানজিম, হাবিবুল্লাহ বাশার, তাওহীদুল ইসলাম, আব্দুল্লাহ জোবায়ের, শাহরিয়ার নাফিজ, ও হাফেজ মুজাহিদুর রহমান। এছাড়া ৫ জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।
যাত্রাবাড়ী অঞ্চলের বাছাই পর্বে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী সাইফুল ইসলাম আল-হোসাইনী, হাফেজ ক্বারী মাহবুবুর রহমান ও হাফেজ ক্বারী আবু ত্বলহা। এ অডিশনে জোন পরিচালকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মাওলানা মুফতি মারুফ বিল্লাহ যোবায়ের।
প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।
জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থানকারী পাবে ১ লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে দেয়া হবে সান্তনা পুরস্কার।