Main SliderSecondary Sliderশিক্ষাশিক্ষা ও শিক্ষাঙ্গন

এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষার্থীদের আন্দোলনের ফলে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষায় বিষয়গুলোর ব্যয় না হওয়া ফি’র অর্থ শিক্ষার্থীরা ফেরত পাবে। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত অর্থ কীভাবে ফেরত হবে

ক. বোর্ড থেকে পরীক্ষার্থীকে ফেরত: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি (তত্ত্বীয়) ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। বোর্ড থেকে ফেরত দেওয়া টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবেন।

খ. কেন্দ্র থেকে পরীক্ষার্থীকে ফেরত: এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত (আইসিটি ব্যতীত) সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান নিতে হবে।

গ. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায় করা টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে। কেন্দ্র টাকা পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমা দেওয়াসহ পরীক্ষা–সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে।