জাতিসংঘে যাচ্ছে রিকশাচালকের মেয়ে!
দুরন্তবিডি ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়ার মেয়ে মনি বেগম।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন ও শিশু অধিকার সম্মেলন-২০১৫ এ একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মনি বেগম যোগদান করতে যাচ্ছে। সে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘড়গাঁও গ্রামের মরম মিয়ার মেয়ে।
উল্লেখ্য, মনি বেগম সেভ দ্যা চিলড্রেনের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র শিক্ষার্থী হিসেবে মনোনিত হয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছে।
কে এই মনি?
স্কুলছাত্রী মনির বাবা একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কিন্তু বয়স বেড়ে যাওয়ায় এখন আর চালাতে পারেন না। থমকে যায় পরিবার, অভাব অনঠনের কারণে মনির বড় দুই ভাই তাহির (২৩) ও পারুল (২১) লেখাপড়া ছেড়ে হাল ধরেন পরিবারের। দৈনিক ৩শ টাকা মজুরিতে স্থানীয় রবিরবাজারের ফার্নিচার দোকানের রংয়ের কাজ করেন। আর এই ৩শ টাকায় চলে এখন মনিদের ৫ সদস্যদের পরিবার।
মনি ৫ম শ্রেণী পাশ করার পর পরিবারের লোকজন লেখাপড়া না করানোর কথা চিন্তা করলেও মনির দীপ্ত মনোবলের কারণে পারেননি। স্থানীয়দের সহযোগিতায় মনি লেখাপড়া চালিয়ে যাচ্ছে।
মনি বেগম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের মরম মিয়া ও হাওয়া বেগম দম্পত্তির কনিষ্ঠ সন্তান। মনির বড় বোনের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। বর্তমানে মনি সুলতাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীতে বাণিজ্য বিভাগে লেখাপড়া করছে।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে মনি বেগম সেভ দ্যা চিলড্রেন পোগ্রামের আওতায় বাংলাদেশের একমাত্র শিক্ষার্থী হিসেবে যোগদানের জন্য চিঠি পায়। সেখানে সে শিশুর অধিকার নিয়ে বক্তব্য দেবে। আর এ খবর চাউর হওয়ার পর থেকে এলাকায় শুরু হয় আনন্দের বন্যা। অনেকে মনিকে একনজর দেখার জন্য ছুটে যাচ্ছেন বাড়িতে।
সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাবেদ পাপ্পু মনি বেগমের জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখার তথ্য নিশ্চিত করে জানান, রোববার তাকে নিয়ে রাতের ট্রেনে ঢাকা যাব। যুক্তরাষ্ট্র সফরের আগে ঢাকায় তিন দিন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।
মনি বেগম গনমাধ্যকে বলে, ‘কখনও ভাবিনি রাজধানী ঢাকায় যেতে পারব, সেখানে আমি আপনাদের দোয়ায় আজ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছি। আমি কখনও কল্পনাও করিনি এমনটি কোনোদিন ঘটতে পারে।’