যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
দুরন্তবিডি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শিশুর নাম চাঁদনী (৩)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
রোববার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন জানা গেলেও ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় চাঁদনীর মা রুপালী বেগমও আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার পর আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চাঁদনী ও অজ্ঞাত পরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।