জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা,৫জন পুলিশের নজরদারীতে
নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহ : জামালপুরের হাতিল বটতলার পুলসংলগ্ন এলাকায় দুই স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতরা হলো- নবম শ্রেণির ছাত্রী ভাবনা ও চতুর্থ শ্রেণির ছাত্রী জ্যোৎস্না। নিহতরা দুই বোন। তাদের পিতার নাম মোহাম্মদ শামীম।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান।
তিনি বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এই দুই স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।’
সংশ্লিষ্ট থানার ওসি বলেন, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।তবে ৫জন আমাদের নজরদারীতে আছে।