কলরবের নতুন কমিটি: পরিচালক আবু সুফিয়ান নির্বাহী আনোয়ার
নিজস্ব প্রতিবেদক: আইনুদ্দীন আল আজাদ (রাহ.) প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, রেজিঃ নং-০৯-৭২৫৩ এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নতুন একটি ভূয়া কমিটি নিয়ে সংস্কৃতি প্রেমীদের মধ্যে প্রপাগান্ডা ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে অথচ যে কমিটির কোন ভিত্তি বা সংশ্লিষ্টতা কলরবের সাথে নেই। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান ঘোষণা করেন-বিভিন্ন অনৈতিক আচরণ ও সংগঠনের বিশেষ নিয়ম ভঙ্গ বিভিন্নভাবে অর্থ ও অনৈতিক কেলেষ্কারীর দায়ে এবং জাতীয়ভাবে এ সংগঠনটি চালাতে ব্যর্থ হওয়ায় এ কমিটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, আগামী ৩ বছরের জন্য ২০১৭ থেকে ২০২০ সেশনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন কমিটির নেতৃবৃন্দ হলেনঃ
চেয়ারম্যান- মাওঃ সালাউদ্দিন জাহাঙ্গীর, প্রধান পরিচালক- আবু সুফিয়ান, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার শাহ, সংঙ্গীত পরিচালক-শাহজাহান সিরাজ, সহকারী পরিচালক- এনামুল হক, রেজাউল করিম ও রিয়াজুল ইসলাম, শিশু কিশোর পরিচালক- মাসুম বিল্লা ইলিয়াস, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক- মোঃ হাসান অর্থ পরিচালক- ইব্রাহিম খলিল, আবৃতি পরিচালক- ইয়াসিন আরমান, কেরাত পরিচালক- শামসুল আলম, মিডিয়া পরিচালক- জালাল আহমাদ প্রচার ও প্রকাশনা পরিচালক- আবু বক্কর ও মাহমুদুর রহমান, দপ্তর পরিচালক- ওরম ফারুক ও মাহমুদুল হাসান, থিয়েটার পরিচালক- সাব্বির আহমেদ ও মোস্তফা কামাল আদিব, কেন্দ্রীয় সদস্য- ফোরকান উদ্দিন ফারুক ও সাইফ আদনান।