পর্দা উঠলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২দিন ব্যাপী আলোকচিত্র প্রর্দশনীর

ফায়েদ মাহমুদ:
দেশের স্বনামধন্য কলেজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের স্বার্থে প্রতিনিয়তই আয়োজন করা হয় নানা রকম উৎসবের। তারই ধারাবাহিকতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ফটোগ্রাফী ক্লাব নতুন সদস্যদের বরণ করে নিতে আয়োজন করেছে প্রথমবারের মতো ২দিন ব্যাপী আন্তঃ হাউস আলোকচিত্র প্রর্দশনী উৎসব।

পাশাপাশি শিক্ষার্থীদের আলোকচিত্রের ব্যাপারে উৎসাহিত করতে একটি ওয়ার্কশপের আয়োজনও করেছেন তারা। আজ বুধবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পি.বি.জি.এম, এন.ডি.সি। প্রায় ৪শতাধিক ছবি থেকে প্রাথমিক বিচারকার্জের মাধ্যমে ২১টি ছবি নির্বাচন করা হয় প্রর্দশনীর জন্য।

আন্তঃহাউস ভিত্তিক এমন উৎসব কেনো আয়োজন করা হলো তা জানতে চাইলে ক্লাব মর্ডারেটর জাকিয়া সুলতানা বলেন কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৃষ্টিশীল কাজে উৎসাহিত করতে এবং তাদের মধ্যে প্রতিযোগীতাপূর্ন মনোভাব জাগিয়ে তুলতেই এই আয়োজন।
ছবি- রবিন হোসেন রাব্বি

Spread the love