‘অপুষ্টিতে প্রতিদিন ১৫০ শিশু মারা যাচ্ছে’

দেশে প্রতিদিন ১৫০টি শিশু অপুষ্টির কারণে মৃত্যুবরণ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানের (সিডাব্লিউসিএইচ) চেয়ারম্যান শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমকিউকে তালুকদার।
সোমবার রাজধানীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (আইপিএইচএন) আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
ডা. এমকিউকে তালুকদার বলেন, ‘প্রতিদিন দেশে গড়ে প্রায় ১৫০ শিশু অপুষ্টিজনীত কারনে মারা যায়। এছাড়া উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, স্ট্রোক, আন্টিওপ্রসিসের মতো রোগগুলো প্রধানত পুষ্টিহীনতার কারণেই হয়ে থাকে।’
কর্মশালায় তিনি আরো বলেন, ‘বেশির ভাগ চিকিৎসকদের পুষ্টি সম্পর্কে জ্ঞান খুবই কম যা ধারণার বাইরে। দেশেরবেশিরভাগ চিকিৎসাধীন রোগী (হাসপাতালে বা বাসায়) চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে দ্রুত আরোগ্য লাভে সমর্থ হন না।’

Spread the love