শিশুদের খবর প্রকাশ করবে ‘হ্যালো’
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ এ উদ্যোগকে অভিহিত করেন ‘নতুন ইতিহাসের সূচনা’ হিসাবে।
এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, এ সাইটের মাধ্যমে শিশুরা তাদের বহুদিনের না-বলা কথাগুলো বলবে।
অন্যদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ এবং তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ বলছে, শিশু-কিশোরদের নিয়ে আয়োজন হলেও এই সংবাদ সেবাকে একেবারে ‘শিশুতোষ’ বলা যাবে না। শিশুরা যাতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠটা ও পেশাদারিত্বের বিষয়গুলো শিখতে পারে, সে চেষ্টা থাকবে পুরো মাত্রায়।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কথা গণমাধ্যমে আরো ভালভাবে তুলে ধরার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, “এরা আপনাদেরই প্রতিনিধি। এদের সুখ দুঃখ বেদনার কথা তুলে ধরা আপনাদেরই দায়িত্ব।” শিশুদের অবস্থা সমাজ ও রাষ্ট্রকে ‘চোখে আঙুল দিয়ে’ দেখিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।