আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা


প্রতিনিধি, গাজীপুর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার পর আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে লাখো মুসল্লি শরিক হন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন। একপর্যায়ে তুরাগতীর ও তার আশপাশের এলাকা মুসল্লিদের সমাগমে ভরে ওঠে। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ।

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়।

বেলা ১১টার পর আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি। শেষ হবে ১৯ জানুয়ারি।

Spread the love
%d bloggers like this: