ইরানের কাছে জবাব চাইবেন ট্রুডো

দুরন্ত ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইরানের হামলায় ভূপাতিত ইউক্রেনের বিমানে থাকা নিহত যাত্রীদের জন্য ‘ন্যায়বিচার’ চাইবেন। অ্যালবার্টা অঙ্গরাজ্যের এডমন্টনে অনুষ্ঠিত রবিবার (১২ জানুয়ারি) এক স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেসময় ট্রুডো প্রতিশ্রুতি দেন, তিনি ইরানের কাছে জবাব চাইবেন। তিনি বলেন, ‘জবাব না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না’।

এছাড়া তিনি বলেন, এটা সত্যি ভয়াবহ এক ঘটনা। কানাডা ও বিশ্বের এই ব্যাপারে এখনো অনেক প্রশ্ন আছে, যার জবাব অবশ্যই দিতে হবে।

ট্রুডো বলেন, এর আগে আমি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছি, তাদের বলেছি এই ঘটনার আরও তদন্ত ভালোভাবে করতে হবে এবং হতাহতদের পরিবারের কাছে সঠিক জবাব দিতে হবে।

এরই মধ্যে ‘ভুল’ করে বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান। যদিও প্রথমদিকে তারা ক্রমাগত অস্বীকার করছিলো।

এদিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছে ইরানের বিক্ষোভকারীরা।

দ্বিতীয় দিনের মত গতকালও সরকার বিরোধী স্লোগান দেন তা। ইরানের নেতৃত্বের পদত্যাগ দাবি করছে বিক্ষোভকারীরা। বিবিসি।

Spread the love
%d bloggers like this: