উদ্যোক্তাদের জন্য ব্র্যাক কুমনের ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেশন

কোমলমতি শিশুদের অঙ্ক ভীতি ও ইংরেজি ভাষার জড়তা দূর করতে বাংলাদেশে প্রথমবারের মতো এক অভিনব কৌশলে পাঠদান শুরু করেছে ব্র্যাক কুমন লিমিটেড।

বিশ্বের মোট ৫৭টি দেশে বহুলজনপ্রিয় কুমন মেথড হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্কুল পরবর্তী শিক্ষা কর্মসূচি। জাপানে আবিষ্কৃত এই কুমন মেথডকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ব্র্যাক কুমন লিমিটেড তাদের ফ্র্যাঞ্চাইজ সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

কুমনের ফ্র্যাঞ্চাইজ মডেলে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের নিয়ে (৭ মার্চ) শনিবার মহাখালী ব্র্যাক সেন্টারের কনফারেন্স রুমে ওরিয়েন্টশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক কুমন লিমিটেডের প্রধান নেহাল বিন হাসানসহ প্রতিষ্ঠানটির বিভিন্নস্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সফল ব্যবসায়ী ও বিভন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Spread the love
%d bloggers like this: