করোনায় প্রাণ গেলো আরো ৭ জনের, নতুন আক্রান্ত ৪৯৭

দুরন্ত ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৫ হাজার ৯১৩ জন।

এছড়া গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৭ জন। এর মধ্যে ঢাকার ৫ জন। বাকি দুজন ঢাকার বাইরের। এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৯ জন।

ডা. নাসিমা আরও জানান, রাজারবাগ, যাত্রাবাড়ী, মহাখালী, মিরপুর ও উত্তরাসহ রাজধানীর ১০ এলাকায় করোনার সংক্রমণ বেশি।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Spread the love
%d bloggers like this: