করোনা আতঙ্ক: কারবালায় জুমা হবে না শুক্রবার

দুরন্ত ডেস্ক: চীনের উহান থেকে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। এদিকে, করোনাভাইরাসের আতঙ্কে শিয়া ইসলামের পবিত্র শহর কারবালায় শুক্রবার জুমার নামাজ হবে না।

বুধবার শহরটির প্রশাসনের এক বিবৃতিতে এমন তথ্য জানা গেছে। গত শুক্রবারেও জুমার নামাজ পড়া হয়নি সেখানে।

ইরাকে করোনা রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ৭৯ জন। এক বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দশ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Spread the love
%d bloggers like this: