ঢামেকের ২০ কোটি টাকার খাবারের খরচের তথ্য মিথ্যা

দুরন্ত ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অস্বাভাবিক খরচের বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন।

বুধবার (০১ জুলাই) সকালে সংবাদ সম্মেলেনে এ দাবি করেন তিনি। পরিচালক বলেন, এ পর্যন্ত চিকিৎসক-নার্স কর্মচারী ও আনসার সদস্য মিলে কোভিড রোগীদের চিকিৎসায় ৩ হাজার ৬২৮ জন দায়িত্ব পালন করেছেন। তাদের তিনবেলা খাবার খরচ ও হোটেলে থাকা মিলিয়ে এই টাকা চাওয়া হয়েছিল বলে জানান তিনি।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন বলেন, ‘চিকিৎসকের থাকা খাওয়া খরচ নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার করা হচ্ছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা সকলেই এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।’

Spread the love
%d bloggers like this: