নানজীবা’র অ্যাওয়ার্ডের টাকা পথশিশুদের হাতে

দুরন্তডেস্ক

দুরন্তডেস্ক:
শিশু সাংবাদিক নানজীবা খান ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড সুবিধাবঞ্চিত শিশুদের উৎস্বর্গ করে টাকার অংশ তাদের হাতে তুলে দিয়েছেন । রাজধানীর তেজগাঁওস্থ বেগুনবাড়ি এলাকায় পথ শিশুদের নিবাস ” শিশু স্বর্গে “এ অর্থসামগ্রী হাত-বদল করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, “শিশু স্বর্গের” পরিচালনা পরিষদের সদস্য এস এম জামিল, সরোয়ার হোসেন, ওমর ফারুক ফারহান সহ অনেকে ।
শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির হোসেন শুভ বলেন, আমরা ৪/৫ জন বন্ধু দু’বছর ধরে ১৩৫ জন পথ শিশু কে খাওয়া-দাওয়া, লেখাপড়া সহ তাদের ২৪ ঘন্টা দেখা শুনা করছি । আমাদের এই অলাভজনক কাজে নানজিবার এই অর্থসামগ্রী খুবই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের সামনে অগ্রসর হতে ব্যাপক ভাবে সাহায্য করবে ।
এ বিষয়ে নানজীবা খান বলেন, আমি হ্যালোতে শিশুদের নিয়ে কাজ করেছি । এখানে শুধুই শিশুদের জন্য সাংবাদিকতা শিখি নি, শিখেছি শিশুদের ভাগ্য উন্নয়নে নিজেকে সর্বদা বিলিয়ে দিতে ।
শিশুদের পুজি করে আমার এই অ্যাওয়ার্ড, তাই এর অংশীদার অবশ্যই শিশুরা । সে মনোভাব থেকেই তাদের দেওয়া ।
উল্লেখ্য, নানজীবা খান শিশুদের নিয়ে শর্টফিল্ম বানিয়ে গতমাসে ইউনিসেফ কর্তৃক মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরষ্কার গ্রহণ করেন ।

শিশু সাংবাদিক নানজীবা খান ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড সুবিধাবঞ্চিত শিশুদের উৎস্বর্গ করে টাকার অংশ তাদের হাতে তুলে দিয়েছেন । রাজধানীর তেজগাঁওস্থ বেগুনবাড়ি এলাকায় পথ শিশুদের নিবাস ” শিশু স্বর্গে “এ অর্থসামগ্রী হাত-বদল করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, “শিশু স্বর্গের” পরিচালনা

দুরন্তডেস্ক:
শিশু সাংবাদিক নানজীবা খান ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত মিনা মিডিয়া অ্যাওয়ার্ড সুবিধাবঞ্চিত শিশুদের উৎস্বর্গ করে টাকার অংশ তাদের হাতে তুলে দিয়েছেন । রাজধানীর তেজগাঁওস্থ বেগুনবাড়ি এলাকায় পথ শিশুদের নিবাস ” শিশু স্বর্গে “এ অর্থসামগ্রী হাত-বদল করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, “শিশু স্বর্গের” পরিচালনা পরিষদের সদস্য এস এম জামিল, সরোয়ার হোসেন, ওমর ফারুক ফারহান সহ অনেকে ।
শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির হোসেন শুভ বলেন, আমরা ৪/৫ জন বন্ধু দু’বছর ধরে ১৩৫ জন পথ শিশু কে খাওয়া-দাওয়া, লেখাপড়া সহ তাদের ২৪ ঘন্টা দেখা শুনা করছি । আমাদের এই অলাভজনক কাজে নানজিবার এই অর্থসামগ্রী খুবই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের সামনে অগ্রসর হতে ব্যাপক ভাবে সাহায্য করবে ।
এ বিষয়ে নানজীবা খান বলেন, আমি হ্যালোতে শিশুদের নিয়ে কাজ করেছি । এখানে শুধুই শিশুদের জন্য সাংবাদিকতা শিখি নি, শিখেছি শিশুদের ভাগ্য উন্নয়নে নিজেকে সর্বদা বিলিয়ে দিতে ।
শিশুদের পুজি করে আমার এই অ্যাওয়ার্ড, তাই এর অংশীদার অবশ্যই শিশুরা । সে মনোভাব থেকেই তাদের দেওয়া ।
উল্লেখ্য, নানজীবা খান শিশুদের নিয়ে শর্টফিল্ম বানিয়ে গতমাসে ইউনিসেফ কর্তৃক মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরষ্কার গ্রহণ করেন ।

রিষদের সদস্য এস এম জামিল, সরোয়ার হোসেন, ওমর ফারুক ফারহান সহ অনেকে ।
শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির হোসেন শুভ বলেন, আমরা ৪/৫ জন বন্ধু দু’বছর ধরে ১৩৫ জন পথ শিশু কে খাওয়া-দাওয়া, লেখাপড়া সহ তাদের ২৪ ঘন্টা দেখা শুনা করছি । আমাদের এই অলাভজনক কাজে নানজিবার এই অর্থসামগ্রী খুবই গুরুত্বপূর্ণ এবং তা আমাদের সামনে অগ্রসর হতে ব্যাপক ভাবে সাহায্য করবে ।
এ বিষয়ে নানজীবা খান বলেন, আমি হ্যালোতে শিশুদের নিয়ে কাজ করেছি । এখানে শুধুই শিশুদের জন্য সাংবাদিকতা শিখি নি, শিখেছি শিশুদের ভাগ্য উন্নয়নে নিজেকে সর্বদা বিলিয়ে দিতে ।
শিশুদের পুজি করে আমার এই অ্যাওয়ার্ড, তাই এর অংশীদার অবশ্যই শিশুরা । সে মনোভাব থেকেই তাদের দেওয়া ।
উল্লেখ্য, নানজীবা খান শিশুদের নিয়ে শর্টফিল্ম বানিয়ে গতমাসে ইউনিসেফ কর্তৃক মিনা মিডিয়া অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরষ্কার গ্রহণ করেন ।

Spread the love
%d bloggers like this: