মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন

দুরন্ত বিডি:বিরল রোগে আক্রান্ত মুক্তামনির শরীরে পঞ্চম দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) ছিল, চামড়া প্রতিস্থাপনের কাজ। তার পায়ের ত্বকের চামড়া সফলভাবে হাতে প্রতিস্থাপন করার কথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ড. সামন্তলাল সেন।

এর আগে, গত রোববার মুক্তামনির হাতের উঁচু-নিচু অংশের অস্ত্রোপচার হয়েছিল। মুক্তামণিকে পুরোপুরি সুস্থ করে তুলতে তার হাতে আরও দুই থেকে তিনটি অস্ত্রোপচারের প্রয়োজনীতার কথা জানিয়েছেন চিকিৎসকরা। রোগীর বয়স ও শারীরিক সক্ষমতার কথা বিবেচনা করে সময় নিয়ে ধাপে ধাপে অস্ত্রোপচার করা হচ্ছে।

‘হেমানজিওমা’ নামক বিরল রোগে আক্রান্ত ১২ বছর বয়সী মুক্তামনির হাতে প্রথম অস্ত্রোপচার করা হয় গত ১২ আগষ্ট।

Spread the love
%d bloggers like this: