মুখের কথায় কাজ করবে গুগল!

ক্রোমবুক ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভার্চুয়াল সহকারী সেবা চালু করছে গুগল। ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ নামের এ সেবা কাজে লাগিয়ে ক্রোমবুকের বেশ কিছু কাজ মুখের কথায় করা যাবে।
অর্থাৎ ব্যবহারকারীদের কণ্ঠ শুনেই বিভিন্ন ফিচার চালু, বন্ধ করার পাশাপাশি অনলাইন থেকেই বিভিন্ন তথ্যও খুঁজে দেবে ক্রোমবুক। সব কিছু ঠিক থাকলে বুধবার এক অনুষ্ঠানে নতুন স্মার্টফোন, স্পিকার উন্মুক্তের পাশাপাশি ক্রোম ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালুর ঘোষণা দিতে  পারে গুগল।

সূত্র : ইন্টারনেট

Spread the love
%d bloggers like this: