রাজধানীতে করোনা আক্রান্তের শীর্ষে মিরপুর

দুরন্ত ডেস্ক: রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মিরপুর। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ১ হাজার ৮৩৮-এ দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশই রাজধানী ঢাকার বাসিন্দা। এরপর ২০ শতাংশ নারায়ণগঞ্জের। এছাড়া ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে।

আর রাজধানীর মধ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা মিরপুরে সবচেয়ে বেশি ১১ শতাংশ। করোনা ভাইরাস প্রথমে টোলারবাগে শনাক্ত হলেও এখন তা মিরপুরের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরপর মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ী ৪ শতাংশ করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া ধানমন্ডিতে ৩ শতাংশ রোগী পাওয়া গেছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Spread the love
%d bloggers like this: