সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে।

রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২ টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে।

এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এই হামলার পর বলেছেন, এমন হামলার প্রতিশোধ তারা নিবে।

Spread the love
%d bloggers like this: