হেলিকপ্টারে করে ঢাকায় আনা হলো করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে

দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
রবিবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বান্দরবান থেকে তাকে ঢাকায় আনা হয়।
সরকারের বেশ কয়েকজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এটাই প্রথম কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়া।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, ‘বান্দরবান থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল, শনিবার রাতে তাদের মধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রী বীর বাহাদুর তাদের একজন।’
তিনি আরো বলেন, ‘কয়েক দিন আগে শ্বাসকষ্টে ভুগছিলেন মন্ত্রী। তার ডায়াবেটিসও রয়েছে।’
Spread the love
%d bloggers like this: