হোম কোয়ারেন্টাইনে ৩০ বিচারক

দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) এমনটি জানান আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।

তিনি বলেন, বিদেশফেরত দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ বিচারকে গত ১৫ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইন কার্যকর হয়েছে।

“তারা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহের জন্য প্রশিক্ষণে গিয়েছিলেন। তাই মন্ত্রণালয় থেকে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিদেশফেরত যেকোনো ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Spread the love
%d bloggers like this: