৫-৯ এপ্রিল ব্যাংকে লেনদেন ১০টা থেকে ১টা পর্যন্ত

দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে ব্যাংকের লেনদেন চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃজস্পতিবার বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবসস্থপক আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়। আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। নতুন নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

Spread the love
%d bloggers like this: