৯ শতাংশ সুদে ৯ ধরণের পণ্য আমদানির প্রজ্ঞাপন

দুরন্ত ডেস্ক: রোজার মাসে পণ্যমূল্য সহনীয় রাখতে নয় পণ্য আমদানির সুদহার ৯ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পণ্যগুলো হচ্ছে- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সুদহার নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি অর্থায়নের সুদহার’ শীর্ষক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নির্ধারণ করে দিয়েছে। ১ এপ্রিল থেকে এ সুদহার কার্যকর হবে।

কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা এখন হতেই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন। ফলে রমজানে ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সহনীয় পর্যায়ে রাখার জন্য আমদানি অর্থায়নের সুদ হার কমানো প্রয়োজন।

“তাই এখন থেকেই এই নয় ধরনের ভোগ্যপণ্য আমদানিতে সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।”

একইসঙ্গে সার্কুলারে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে মার্জিনের হার আগামী ৩০ মে পর্যন্ত ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে আগামী এপ্রিল থেকে সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়া হলেও আমদানির ক্ষেত্রে তা এখন থেকেই কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি অপর এক সার্কুলারে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সু হার ৯ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এপ্রিল থেকে নতুন সুদহার কার্যকর হবে।

Spread the love
%d bloggers like this: