সাতক্ষীরায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় ৬৭ শিশু আক্রান্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তনে বৈরী আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
হঠাৎ গরমে ডায়ারিয়া সহ বিশেষ করে শিশুদের ডায়ারিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।এ বছরে ছোট্ট শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্চাদের কোন বেড খালি নাই। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছে। গত ১০ দিনে ডায়ারিয়া ৩২ ও নিউমোনিয়ায় ৩৫টি বাচ্চা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কর্তৃপক্ষ জানান।