সরিষাবাড়ীতে আবারও শিশু ধর্ষন
জামালপুরের সরিষাবাড়ীতে আবারও পাঁচ বছরের শিশু ধর্ষিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষিতার পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে , উদনাপাড়া গ্রামের ফজলুল হকের শিশুকন্যা (৫) পাশের বাড়ীর ধর্ষক বাবুর ভাগ্নে শিশু সিয়ামকে ডাকতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকায় আব্দুল গনির দশম শ্রেণি পড়–য়া বখাটে ছেলে বাবু মিয়া (১৫) শিশুটিকে ঘরে নিয়ে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
পরে শিশুটি চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক বাবু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্তমামলা দায়েরের প্রস্তুতি চলছিল । সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বিল্লাল উদ্দিন ধর্ষনের অভিযোগ মৌখিকভাবে শুনেছেন বলে জানিয়েছেন।